“আমার দেখা বাংলাদেশ“ একটি অনুভূতির নাম, যা এক একজন মানুষের চোখে চোখে বিভিন্ন রূপে ফুটে ওঠে। এটা শুধুমাত্র একটি দেশ বা ভূখণ্ড নয়, বরং একটি স্বপ্ন, আশা, সংগ্রাম, আর ভালবাসার স্থান।
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, মানুষ এবং তাদের জীবনযাত্রা একে অপরকে জড়িয়ে থাকে, এবং একে বিশেষ করে তোলে। নদী, পল্লী, শহর, গ্রাম— সব কিছু মিলিয়ে বাংলাদেশের প্রতিটি অংশে আছে বিশেষত্ব। পদ্মা, মেঘনা, যমুনার মতো নদী, সুন্দরবনের বাঘ, সিলেটের পাহাড়, কক্সবাজারের সমুদ্র, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল— সবই এই দেশের অসাধারণ বৈচিত্র্য।
এছাড়া, বাংলাদেশের মানুষের সংগ্রামী মানসিকতা, উজ্জ্বল সংস্কৃতি, রুচিশীল খাবার, এবং অতিথিপরায়ণতা এই দেশকে আরও হৃদয়গ্রাহী করে তোলে।
আর এক্স এম অ্যাডভেঞ্চার এর অন্যতম উদ্যোগ “আমার দেখা বাংলাদেশ“ প্রতি্যোগিতা।
“আমার দেখা বাংলাদেশ” প্রতিযোগিতা মূলত আর এক্স এম এডভেঞ্চারের অন্যতম উদ্যোগ যেখানে অংশগ্রহনকারী বাংলাদেশ নিয়ে লেখালেখি অথবা নিজের তোলা ছবির মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে, যা সাধারণত বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য, জীবনযাত্রা, এবং মানুষের দৃঢ় মানসিকতা তুলে ধরতে সাহায্য করে। প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য, এবং ভবিষ্যত নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু সৃজনশীলতা বাড়ানো নয়, বরং বাংলাদেশ প্রকৃতি, সংস্কৃতি ও অপরূপ দৃশ্য বিশ্ব দরবারে তুলে ধরা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- বয়স- ১৫ হতে ৩৫ বছরের যে কোন বাংলাদেশী।
বিষয়ঃ
আলোকচিত্রী বা স্টিল পিকচার ক্ষত্রে – বাংলাদেশ পরিবেশ/ প্রকৃতি/ সংস্কৃতি/ সভ্যতা/ স্থান/ ও মানুষ।
লেখনির ক্ষত্রে – বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি/ নিজের জেলা/ ভ্রমন অভিজ্ঞতা/ দর্শনীয় স্থান ও ব্যাক্তিবর্গ ।
ক্যাটাগরি (ক) – আলোকচিত্রী বা স্টিল পিকচার ( মোবাইল ) অথবা ( ডিএসএলআর)
- একজন সর্বোচ্চ ৫ টি ছবি জমা দিয়ে পারবে। ছবির রেজুলেশন নূন্যতম ১২৮০ পিক্সেল * ৭২০ পিক্সেল। ফরমেট যেপিজি ফরমেট / রও ফরমেট।
ক্যাটাগরি (খ) – লেখনীঃ
- ৫০০ হতে সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে লেখা জমা দিতে হবে। লেখার ফন্ট – সোলেমান লিপি অথবা যে কোন অভ্র ফন্ট। লেখার সাথে ঐ স্থানের নিজের তোলা ছবি থাকলে অথবা নিজের ভ্রমণ অভিজ্ঞতার লেখা কোন ছবি থাকলে সংযোজন করা যাবে।
রেজিস্ট্রেশন ফি – ফ্রী
প্রতিযোগিতায় অংশগ্রহণের পুরষ্কারঃ
- উভয় ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সকল সদস্য সার্টিফিকেট (অনলাইন) প্রদান করা ।
- প্রতি ক্যাটাগরি হতে প্রথম তিন জন বিজয়ীর নাম ঘোষনা করা হবে এবং ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট প্রদান করা হবে। বিচারকদের বিবেচনার সাপেক্ষে বিজয়ীর সংখ্যা বাড়ানো হতে পারে।
- এছাড়া প্রথম ৩০ টি আলোকচিত্রীর ছবি আমাদের আর এক্স এম অ্যাডভেঞ্চার এর ফেইসবুক পেইজ ও গ্রুপের পোষ্ট করা হবে এবং গুপ ও পেইজের যৌথ লাইক পাওয়া সর্বোচ্চ তিন জনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।
- আর প্রথম ২০ টি লেখা যা আর এক্স এম অ্যাডভেঞ্চারের ওয়েব সাইটে প্রকাশিত হবে তা হতে সর্বোচ্চ পঠিত পাঁচটি লেখক কে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।
প্রতিযোগিতা ছবি ও লেখা জমার দেওয়ার সময়ঃ ২২ জানুয়ারী হতে ১৬ ই ফেব্রুয়ারী পর্যন্ত।
ছবি অনলাইনে প্রকাশ হবে- ১৭ ই ফেব্রুয়ারী হতে ২১ ফেব্রুয়ারী পর্যন্ত
মূল ফল প্রকাশ করা হবে- ২২ অথবা ২৩ শে ফ্রেবুয়ারী ।
লেখা ও ছবি পাঠানোর ঠিকানা- info.rxmadventurebd@gmail.com
ইমেল পাঠানোর নিয়মঃ–
বিষয়/ সাবজেক্টঃ- আমার দেখা বাংলাদেশ- ছবি / লেখা
ইমেল বডিতে –
অংশগ্রহণকারীর নাম, মোবাইল নম্বর, ইমেইল, বসবাসের ঠিকানা, জন্মস্থান, যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিভাগ/সাব্জেক্ট, ফেইবুক আইডি লিংক, অংশগ্রহন কারীর ছবি ।
যে কোন তথ্যের জন্য যোগাযোগ-
সাদিয়া – ০১৭৫৩৮৮৬১৯১, সাফিন – ০১৮২২৭৩৭৮২৫
আমাদের সাথে যোগাযোদের ঠিকানা –
RxM Adventure, Pa-136/1/A, South Badda, Badda, Dhaka-1212
Mobile: +8801841-474244
Email- info.rxmbd@gmail.com
Social Media:
Facebook Page: www.facebook.com/rxmbd/
Facebook group: www.facebook.com/groups/rxmadventure
Instagram : www.instagram.com/rxmadventure/
Pinterest: www.pinterest.com/rxmbd/

