“আলোকচিত্রে বাংলাদেশের প্রকৃতি,পর্যটন ও অ্যাডভেঞ্চার”
আয়োজনেঃ পর্যটন বিচিত্রা
৯ থেকে ১১ জানুয়ারি, ২০২৫ ; বাংলা একাডেমি প্রাঙ্গণ
===========================
পর্যটন বিচিত্রার আয়োজনে ‘বাংলাদেশ ইয়থ ট্যুরিজম ফেস্ট ২০২৫’ (Bangladesh Youth Tourism Fest 2025) এর অংশ হিসেবে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য “আলোকচিত্রে বাংলাদেশের প্রকৃতি, পর্যটন ও অ্যাডভেঞ্চার” শীর্ষক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী -এর জন্য ছবি আহবান করা হচ্ছে। এই আয়োজনকে সফল এবং সুন্দর করার জন্য ভ্রমণ, এডভেঞ্চার ও আলোকচিত্র প্রিয় সকলের অংশগ্রহণমূলক সহযোগিতা একান্ত কাম্য।
আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনীঃ “আলোকচিত্রে বাংলাদেশের প্রকৃতি, পর্যটন ও অ্যাডভেঞ্চার”
তারিখঃ ৯ থেকে ১১ জানুয়ারি, ২০২৫।
স্থানঃ বাংলা একাডেমি প্রাঙ্গণ।
আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনীর নিয়মাবলী : –
ছবি জমাঃ
১. বাংলাদেশের যে কোন প্রাপ্ত বয়সের নাগরিক এই প্রদর্শনীর জন্য ছবি জমা দিতে পারবেন।
২. প্রদর্শনীর ক্যাটাগরী হবে “আলোকচিত্রে বাংলাদেশের প্রকৃতি, পর্যটন ও অ্যাডভেঞ্চার” বিষয়ক।
৩. প্রত্যেক অংশগ্রহণকারী সর্বাধিক ৫ টি ছবি জমা দিতে পারবেন।
৪. ছবি জমা দেয়ার জন্য কোন “এন্ট্রি ফি” নেই।
৫. ছবি পাঠানোর শেষ তারিখ – ২৫ ডিসেম্বর ২০২৪।
যে ভাবে ছবি জমা দিবেনঃ
১. ছবির ফরম্যাটঃ ‘জেপিইজি’, তবে কোন কারনে ‘র’ (RAW) প্রয়োজন হলে তা সরবরাহ করতে হবে।
২. হাই রেজ্যুলেশন, যে কোন একদিকে কমপক্ষে ৩০০০ পিক্সেল হতে হবে অথবা (১২x১৬ইঞ্চি এবং ৩০০dpi)
৩. ছবি ওভার ম্যানিপুলেটেড হতে পারবে না।
৪. প্রতিটি ছবি এভাবে রিনেম করতে হবে – Caption_your name_ Mobile No_FB ID (রুপসি বাংলা _ মোঃ হোসেন _০১৭*****_Md Hossain)
৫. ছবিতে কোন কপিরাইট মার্ক, ওয়াটার মার্ক বা কোন ধরণের লেখা থাকতে পারবে না।
৬. আয়োজনকারী প্রতিষ্ঠান বা উৎসবের সিধান্ত নেয়ার সাথে সরাসরি জড়িত কেউ অংশগ্রহণ করতে পাবে না।
৭ । ছবি পাঠানোর ঠিকানা – youthtourismfest@gmail.com
নিয়মাবলী : [ইমেইল]
১. ইমেইলের সাবজেক্টে আলোকচিত্রীর নাম এবং ছবির ক্যাপশন লিখতে হবে।
২. মূল ই-মেইলে আপনার ছবির ক্যাপশন, পুরো নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি লিখুন। একই সাথে অবশ্যই এই কথাগুলো যুক্ত করুন-
” আমি …. (আপনার নাম) ……….. এই মর্মে নিশ্চয়তা প্রদান করছি যে ই-মেইলে সংযুক্ত প্রতিটি আলোকচিত্র আমার ধারণকৃত। যদি কোন ভাবে প্রমাণিত হয় যে ই-মেইলে সংযুক্ত আমার দাবীকৃত আলোকচিত্র আমার ধারণকৃত নয় তাহলে প্রতিযোগীতা ও প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠান আমার অংশগ্রহন বাতিল সহ আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারবে।”
৩. একটি ইমেইলে সর্বাধিক ৫ টি ছবি এটাচ করুন।
উপরোক্ত নিয়ম অনুসরণ করে ছবি জমা দেয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। নিয়ম না মেনে জমা দিলে তা অগ্রহনযোগ্য হবে।
নিয়মাবলী : [ছবি বাছাই]
১. প্রাথমিকভাবে ছবি বাছাই করবেন প্রতিযোগীতা ও প্রদর্শনী আয়োজনকারী প্রতিষ্ঠান।
২.বাছাইকৃত ৫০টি বাঁধাইকৃত ছবি উৎসব চলাকালে উৎসব প্রাঙ্গনে প্রদর্শীত হবে।
৩. এই ৫০ টি ছবি থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পরবর্তি ৭টি ছবিসহ মোট ১০টি ছবিকে পুরস্কৃত করা হবে।
৪. প্রতিযোগীদের ছবি ‘বাংলাদেশ ইয়থ ট্যুরিজম ফেস্ট’ এর অবানিজ্যিক কাজে ব্যবহার করা যাবে। এবং মাসিক পর্যটন বিচিত্রায় আলোকচিত্রীর নাম সহ প্রকাশ করা যাবে।
৫. বিচারকার্য সম্পাদিত হবে প্রখ্যাত আলোকচিত্র শিল্পীদের সমন্বয়ে। যার প্রধান থাকবেন – আলোকচিত্রী ও পর্বতারোহী প্রশিক্ষক মীর শামছুল আলম বাবু।
৬. প্রদর্শনীর জন্য নির্বাচিত ও পুরস্কৃত আলোকচিত্র শিল্পীদের নাম ০২ জানুয়ারি ২০২৫ ফেসবুক ইভেন্ট পেজ এবং ওয়েব সাইট www.parjatanbichitra.com তে প্রকাশ করা হবে।
৭. যে কোন অমিমাংসীত বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
পুরস্কারঃ
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর জন্য থাকছে যথাক্রমে নগদ ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা এবং ক্রেস্ট ও সনদ। প্রথম তিনজন ছাড়া পরবর্তী ৭ জনের জন্য থাকছে ক্রেস্ট ও সনদ।
এছাড়াও বাকি ৪০ জন যাদের ছবি প্রদর্শিত হবে সেই সকল অংশগ্রহণকারী প্রতিযোগীর জন্য থাকছে সনদপত্র।
তথ্য সূত্রঃ ফেইস বুক ( (17) Bangladesh Youth Tourism Fest – BYTF | Facebook)

