ইংরেজী নাম: Dabchick or Little Grebe
বৈজ্ঞানিক নাম: Podiceps ruficollis
ড্যাবচিক-এর বাংলা নাম পানডুবি।
পাখি পরিচিতি:
ছোট কালো পায়রার মতো এই পাখিগুলো যদিও হাঁসের মতো পানিতে ভেসে থাকে এবং মাঝেমধ্যেই ডুব মারে। আকারে এরা হাঁসের থেকে ছোট। এরা প্রয়োজনে ভালো উড়তে পারে। পানডুবি হাঁস সাধারণত দেখা যায় জোড়ায় অথবা বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়ায় ছোট ছোট দলে। বর্ষাকালের পরে চোখে পড়বে তিন চারটি বাচ্চা লম্বা লাইন করে মায়ের পেছন পেছন সাঁতার কেটে চলেছে। পানির উপরিভাগে কোন রকম তরঙ্গ না তুলে এরা খাড়া ডুব দেয় পানির গভীরে।
গায়ের রঙ:
এদের ঠোঁট ডাইখোলের মতো কালো ও সরু। গায়ের রং কালচে বাদামী, পেট ও লেজের নিচে ধূসর।
ডাক:
বিরক্ত হলে এরা ‘ক্লিক’ করে শব্দ করে।
খাদ্যাভাস:
হাঁসের মতোই এদের খাদ্যাভাস। গেঁড়ি, গুগলি, জলজ পোকামাকড় খেয়ে থাকে এরা। মাঝেমধ্যে পানির মধ্যে খানিকক্ষনের জন্য ডুবে খাদ্য সংগ্রহ করে।
বংশানুক্রম ও নিবাস:
এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে পানির ভিতর আগাছার মধ্যে এরা বাসা বানায় ও প্রতিটি বাসায় তিন চারটি করে ডিম পাড়ে। এপার বাংলা এবং ওপার বাংলার প্রায় সর্বত্রই এদের দেখা যায়। বাংলাদেশের সাভার ও উত্তর বঙ্গের অনেক জায়গায় এদের দেখা যায়।


