পাখিদের জীবনকথা নিয়ে দু’চার কথা
সাধারনত বর্ষার সময় পাখিদের গায়ে নতুন নতুন পালক গজায়। পালক বদলালে তো পাখিদের একেবারেই চেনার কোন উপায় থাকে না। বিশেষ করে বাবুই পাখি এদের তো পালক গজানোর পর চিনতে খুবই কষ্ট হবে। এ সময় মনে হয় প্রকৃতি যেন সুনিপুন হাতে পাখিদের সবকিছু বদলে দেয়। ভিন্ন রূপে আর ভিন্ন আঙ্গিকে এ সময় আবির্ভূত হয় পাখিগুলো। পুরো…

